বাবা হওয়ার জন্য ব্যাকুলতা ছিলো বলিউড তারকা তুষার কাপুরের। তবে তার জন্য বিয়ে করার প্রয়োজন মনে করেননি এই তারকা। সম্প্রতি কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম দিয়েছেন নিজে প্রথম সন্তান। আর তা নিয়ে উচ্ছ্বাসের শেষ নেই কাপুর পরিবারে।
জানা গেছে, ভারতীয় চিকিৎসক ফিরুজা পারিখের নেতৃত্বে একটি চিকিৎসকের দল আইভিএফ বা কৃত্রিম প্রজননের মাধ্যমে জন্ম দেন তুষার কাপুরের প্রথম সন্তান। সন্তানের নামও ঠিক করে ফেলেছেন বাবা তুষার কাপুর। নাম দিয়েছেন লক্ষ্য।
এদিকে নিজেদের পরিবারের প্রথম নাতি পেয়ে বেশ খুশি তুষারের বাবা বলিউড তারকা জিতেন্দ্র কাপুর ও মা শোভা কাপুর। এক সংবাদ বিবৃতিতে এই তারকা দম্পতি জানান, ‘লক্ষ্যের দাদা-দাদী হতে পেরে আমরা বেজায় খুশি। তুষারের এই সিদ্ধান্তের প্রতি আমাদের সবসময়ই সমর্থন ছিলো। তুষার প্রমাণ করলো সে কতোটা দয়াবান এবং দায়িত্বশীল। লক্ষ্যের উজ্জ্বল ভবিষ্যত আমাদের কাম্য।’
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur