চাঁদপুরের কচুয়া-সাচার ভায়া গৌরীপুর সড়কের বাতাপুকুরিয়া মনার্ক কোল্ড ষ্টোরেজ সংলগ্ন এলাকায় সড়কে গাছ ফেলে বৃহস্পতিবার (০১ নভেম্বর) ভোর রাতে পিকআপ গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।
এতে একই উপজেলার মনপুরা গ্রামের চৌমুহনী বাজারের লেপতোষক ব্যবসায়ী মো: ইয়াছিন মিয়ার সাথে থাকা নগদ ৬ লাখ টাকা ও চৌমুহনী বাজারের বস্ত্র ব্যবসায়ী আবুল কাশেমের এক লক্ষ টাকাসহ ৭ লক্ষ টাকা অজ্ঞাত সংঘবদ্ধ ডাকাত দল নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থরা দাবী করে।
ব্যবসায়ী ইয়াছিন মিয়া বলেন, ‘ভোর রাতে মালামাল কেনার জন্য বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছলে ১২-১৫জনের অজ্ঞাত ডাকাত দল রাস্তায় গাছ ফেলে গাড়ি থামিয়ে আমাদের মারধর করে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।’
পরে খবর পেয়ে সাচার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) আফসার উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. আতাউর রহমান ভূইয়া বলেন, ডাকাতির বিষয়টি জানা নেই এবং কেউ এ বিষয়ে কোন অভিযোগ করেনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
০১ নভেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur