চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার খাজুরিয়া বাজারে ২০ জুন দুপুর ১২ টায় তিন প্রতিষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার কার্যক্রমের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সূত্রে জানা যায়, সহকারী পরিচালক দেবাশীষ রায়ের পরিচালনায় খাজুরিয়া বাজারে নিউ ঢাকা বোকারী থেকে ভেজাল পণ্য ও অপরিছন্নতার দায়ে ১০ হাজার টাকা, লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার থেকে ১৫ হাজার টাকা ও একটি ফামের্সি থেকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ক্যাবের নির্বাহী সদস্য বিপ্লব সরকার, অভিযান সংশ্লিষ্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম ও তার সঙ্গীয় ফোর্স।
প্রতিবেদক- আনোয়ারুল হক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur