সরকার গুপ্ত হত্যা বন্ধে ব্যর্থ হয়ে জঙ্গি দমনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর চড়াও হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে গুপ্ত হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তিনি।
এ সময় ফখরুল বলেন, অত্যাচার নিপীড়নের সফলতা ছাড়া অন্য সব দিকে ব্যর্থ হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। আজকে বিচারের জন্য গেলেও নীরবে নিভৃতে কাঁদতে হচ্ছে। যখন সরকার এই গুপ্তহত্যা, সন্ত্রাস এবং জঙ্গিবাদের উত্থান বন্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তখন তারা এই অভিযানের নাম করে গোটা বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছেন।'(সময়নিউজ)
নিউজ ডেস্ক ।। আপডেট ৬:০০ পিএম,২০ জুন ২০১৬,সোমবার
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur