সারা দেশে ‘অব্যাহত গুপ্তহত্যা, খুন, দেশ বিরোধীদের চক্রান্তের প্রতিবাদে’ চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে রোববার বিকেলে শহরের শপথ চত্ত্বর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে তখন স্বাধীনতা বিরোধীরা নানা রকম ষড়যন্ত্র শুরু করেছ। তারা দেশকে অস্থিতিশিল করার জন্য একেরপর এক গুপ্ত হত্যা চারিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত সংখ্যালগুদের হত্যা করে বিশ্ববাসীকে বোঝাতে চাইছে যে বাংলাদেশে সংখ্যালগুরা নিরাপদ না। কিন্তু কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগের দাবিয়ে রাখা যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবেই।’
জেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক অজয় কুমার ভৌমিকের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয়ভুষণ মজুমদার, বিএলএফ কমান্ডার হানিফ পাটোয়ারী, জাসাদ সভাপতি অধ্যাপক হাছান আলী সিকদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর রনজিত কুমার বণিক প্রমুখ।
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেক লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur