বিপিএলের তৃতীয় আসরের মতো পরেরটির জন্য যে দুই বছর অপেক্ষা করতে হবে না, তা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান জানালেন, চতুর্থ আসর শুরু হবে আগামী ৬ নভেম্বর।
পূর্ণাঙ্গ সফর শেষে আগামী ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে ইংল্যান্ড দলের। সেই সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই আবার মাঠে নামতে হবে সাকিব আল হাসান-তামিম ইকবালদের।
আগামী ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। বিপিএল শেষ হতেই সেই সিরিজের প্রস্তুতি নিতে হবে মাশরাফি বিন মুর্তজা-মুশফিকুর রহিমদের।
গত নভেম্বর-ডিসেম্বরে বিপিএলের তৃতীয় আসরে অংশ নেয় ছয়টি ফ্র্যাঞ্চাইজি। বরিশাল বুলসকে হারিয়ে শিরোপা জেতে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
নিউজ ডেস্ক ।। আপডেট ৮:০২ পিএম,১৯ জুন ২০১৬,রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur