মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে হত্যা চেষ্টায় আটক গোলাম ফায়জুল্লাহ ফাহিমের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনার বিষয়ে সঠিক কোন তথ্য নেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে।
মন্ত্রী বলেন, ‘ফাহিমের ক্ষেত্রে সঠিক কি হয়েছে, সেটি আমি এখন বলতে পারবো না। আমাকে জেনে বলতে হবে।’
শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমনটাই জানিয়েছে। এর আগে বাংলাদেশ আইন সমিতির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
গায়ে বুলেট প্রুব জ্যাকেট থাকার পরও কিভাবে গুলি লেগেছে সাংবাদিকদে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এমনও হতে পারে তার সঙ্গি সাথীরা তাকে গুলি করেছে, যাতে কারো নাম না বলতে পারে।’(বাংলামেইল)
নিউজ ডেস্ক ।। আপডেট ৮:৩৬ পিএম,১৮ জুন ২০১৬,শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur