সাড়ে ১৪ কেজি সোনার বার ও অলঙ্কারসহ শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন মামুন খান ও মুরাদ খান। তারা সিঙ্গাপুর থেকে এসব স্বর্ণ আনছিলেন।
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুর থেকে টিজি ৩২১ ফ্লাইটে করে তারা বাংলাদেশে আসে। বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দারা তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি ৩৩০ গ্রাম স্বর্ণ জব্দ করে। এসব স্বর্ণের বর্তমান বাজার মূল্য সাত কোটি ১৬ লাখ টাকা।(বাংলামেইল)
নিউজ ডেস্ক ।। আপডেট ২:৫১ পিএম,১৭ জুন ২০১৬,শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur