Home / চাঁদপুর / চাঁদপুরে ১৮ মোটর যানের বিরুদ্ধে মামলা
Cng ato

চাঁদপুরে ১৮ মোটর যানের বিরুদ্ধে মামলা

কাগজপত্রে ত্রুটি ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে সার্কিট হাউজের সামনে ১৮ সিএনজি চালিত অটোরিকশার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যম্যে মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা ভূমি কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া।

চাঁদপুর সদর উপজেলা ভুমি অফিসের অফিস সহকারী সাইফুল ইসলাম চাঁদপুর টাইমসকে বলেন, ‘অবৈধ যানবাহন চিহ্নিতকরণ এবং কাগজপত্র ছাড়া প্রায় শতাধিক অবৈধ সিএনজি চালিত অটোরিকশা মডেল থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। এগুলোর মধ্যে ১৮টি সিএনজির বিরুদ্ধে কাগজপত্র ত্রুটি ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। বাকিগুলো ছেড়ে দেয়া হয়।

সদর উপজেলা ভুমি কর্মকর্তা পঙ্কজ বড়–য়া চাঁদপুর টাইমসকে জানান, ‘কাগজপত্র নবায়ন নেই, চালকদের ড্রাইভিং লাইসেন্স নেই এমন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ