শাকিব খান ও সাকিব আল হাসান। দুজনের দুই ভূবনের প্রতিষ্ঠিত তারকা। কাকতালীয়ভাবে দুজনের নামের মধ্যেও দারুন মিল আছে। দুজনেই অসংখবার টিভি পর্দায় হাজির হলেও এবারই প্রথমবারের মতো একসঙ্গে ছোটপর্দায় আসছেন তারা। স্যাটেলাইট টিভি চ্যানেলে একুশে টিভির ঈদ আয়োজনে হাজির হবেন তারা।
দু্ই তারকাকে এক করতে পেরে খুশি ইটিভির অনুষ্ঠান প্রধান ও উপস্থাপিক ফারহানা নিশোও। তিনি বললেন, ‘অনুষ্ঠান প্রধান হওয়ার পর দর্শকের ঈদ বিনোদনে আমার ইচ্ছা ছিলো দর্শকদের একটা বড় চমক দেয়ার। আর এ দুই তারকাকে এক করার ইচ্ছা আমার চারবছর আগে থেকে। এবার সেই ইচ্ছা পূরণ হলো।’
মাসুদুজ্জামান সোহাগের প্রযোজনায় এটি উপস্থাপনা করছেন ফারহানা নিশো। নিশো বললেন, ‘অনুষ্ঠানে দুজনই চমৎকার আলোচনায় অংশ নিয়েছেন। নানা ধরণের মজার আয়োজন ছিলো। শাকিব খান এ অনুষ্ঠানের জন্য তার শুটিং ক্যানসেল করে এসেছিলেন। অন্যদিকে সাকিব আল হাসানও তার একটি অনুষ্ঠান ক্যানসেল করেছেন শুধু এ অনুষ্ঠানের জন্য। একটু আগে অনুষ্ঠান রেকর্ড সম্পন্ন হলো। আশা করি এবারের ঈদে দর্শকদের জন্য অনুষ্ঠানটি একটি বড় চমক হয়ে থাকবে।’
জানা যায়, অনুষ্ঠানটি শাকিব ও সাকিব তাদের ক্যারিয়ার নিয়ে কথা বলবেন। সে সঙ্গে থাকছে ব্যাক্তিগত জীবনের মজার মজার গল্পও। পাশাপাশি আড্ডার ফাঁকে দুজন খেলায় অংশ নেবেন। সাপলুডু খেলা, গ্লাসে পানি ভরা ও বেলুন ফুটানো খেলতে দেখা যাবে তাদের। আসছে ঈদ আয়োজনে প্রচার হবে অনুষ্ঠানটি।(বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট ৬:২৫ পিএম,১৬ জুন ২০১৬, বৃহস্পতিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur