চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহারের নেতৃত্বে বুধবার (১৫ জুন) সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারি মাঠের সামনে প্রায় ঘন্টাব্যাপী অভিযানে প্রায় অর্ধশত মোটর সাইকেল আটক করা হয়।
মোটর সাইকেলে ৩ জন চলাচল, ড্রাইভিং লাইসেন্সসহ নানা অনিয়মের কারণে এ অভিযান পরিচালিত হয় বলে জানায় অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী চাঁদপুর টাইমসকে জানায়, ‘পুলিশ সুপার শামসুন্নাহার নিজে দাঁড়িয়ে থেকে অভিযান পরিচালনা করেন। আটককৃত মোটর সাইকেলের নিদিষ্ট কাগজপত্র যারা দেখাচ্ছেন। সেগুলি যাচাই বাছাই করে ছেড়ে দেয়া হয়েছে। আর অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।’
[ প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur