চাঁদপুর হাইমচরে ঐতিহ্যবাহী দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে।
প্রধান শিক্ষক পদে ৩ জন শিক্ষক পরীক্ষায় অংশগ্রহন করেন।
বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে হাজীগঞ্জ নাছিরপুর উচ্চ বিদ্যালয় শিক্ষক মোঃ রুহুল আমিন, ফরিদগঞ্জ উপজেলা আলোনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিত দেবনাথ, রামগঞ্জ পানপারা স্কুল এন্ড কলেজ শিক্ষক আঃ হান্নান পরীক্ষায় অংশগ্রহন করেন।
লিখিত ও মৌখিক পরিক্ষায় অংশগ্রহন করে হাজীগঞ্জ নাছিরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রুহুল আমিন প্রথম স্থান অধিকার করে প্রধান শিক্ষক হিসেবে মনোনিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী সার্বিক তত্ত্বাবধানে নিরপেক্ষ পরীক্ষা মাধ্যমে প্রধান শিক্ষক মনোনিত করেন।
পরীক্ষায় পর্যবেক্ষনে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে এম মীর হোসেন, ডিজির প্রতিনিধি হাইমচর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আমিন পাটওয়ারী,হাইমচর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খুরশিদ আলম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য শাহিন মিয়াজী,আবু তাহের সর্দার,শামসুল আরেফিন বাবুল পাটওয়ারী প্রমুখ।
এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূর হোসেন পাটওয়ারী বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে স্বচ্চ ও প্রেয়ার পরিক্ষার মাধ্যমে প্রথম স্থান অর্জনকারীকে প্রধান শিক্ষক মনোনিত করা হয়।যোগ্যতা সম্পূন্য শিক্ষক দ্বারাই বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটবে।
প্রতিবেদক:মোঃ ইসমাইল
২৫ সেপেটম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur