চাঁদপুরে ভিমরুলের হুলে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) দপুরে শহরের আল আমিন স্কুল এন্ড কলেজের হোস্টেলে এ ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
আহতরা হলেন, আলমামিন মডেল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী রাজু (১৪), বাহার উদ্দিন (১১), নাঈম (১৪), আরিফ (১১). আবির (১১), নাঈম (১২)।
আহতরা জানায়, দুপুরে তারা আল আমিন স্কুল এন্ড কলেজের হোস্টেল থেকে পাশে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায়। এসময় হঠাৎ করে পরিত্যক্ত ঝোঁপ থেকে কিছু ভিমরুল এসে ওই ৬ শিক্ষার্থীকে হুল বসিয়ে দেয়। এতে তারা আহত হয়ে পড়লে তাদের সহযোগীরা দ্রুত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
পরে হাসপাতলে শিক্ষার্থীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur