উপস্থিত হয়েছেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা, ফারুক ও রোজিনা। উপস্থাপনা করেছেন নায়ক ওমর সানী। অনুষ্ঠানের নাম ‘তারা তিনজন’।
রবিবার বৈশাখী টেলিভিশনের স্টুডিওতে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে অতিথিরা ঈদ নিয়ে তাদের মজার সব ঘটনা তুলে ধরবেন। পাশাপাশি ঈদের সময়টাতে ছবি মুক্তির কথাও তুলে ধরবেন।
সোহেল রানা বলেন, ‘অনুষ্ঠানটি করার একটি বড় কারণ হলো, সবার সঙ্গে দেখা করা, চুটিয়ে আড্ডা দেওয়া। অনেক দিন হয়েছে ফারুকের সঙ্গে দেখা হয় না। রোজিনার সঙ্গেও দেখা হয় না বছর কয়েক। বহুদিন পর সবার সঙ্গে দেখা করলাম, আড্ডাও দিলাম।’
ওমর সানী বলেন, ‘খুব সুন্দর একটি অনুষ্ঠান করলাম। বছর খানেক আগে মাছরাঙা টিভির সেলিব্রিটি গেম শো ‘সবজান্তা শমসের’ নামের একটি অনুষ্ঠানের উপস্থাপনা করেছিলাম। তবে আড্ডা কেন্দ্রিক অনুষ্ঠানে এবারই প্রথম উপস্থাপনা করলাম। প্রথমবারের মতো এই তিন গুণী শিল্পীকে একসঙ্গে কোনো টিভি অনুষ্ঠানে দেখা যাবে। আশা করি, এটি সবার ভালো লাগবে।’
বৈশাখী টেলিভিশনের ঈদের অনুষ্ঠানমালায় দেখা যাবে ‘তারা তিনজন’।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:৫০ পিএম, ১৪ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur