তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ দেশে ২০ হাজারে বেশি মন্দির আছে।
সেখানে সুন্দরভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠানপালন হচ্ছে। সরকারের অবস্থানও নীতিগতভাবে অসাম্প্রদায়িক। সরকার ২৪ ঘণ্টা জেগে আছে। জেগে আছে বলেই বিএনপি-হেফাজত ও জামায়াতের তান্ডব মোকাবিলা করতে পেরেছে।
সোমবার দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের অন্য কোনো দেশ বা সরকারের সহায়তার
প্রয়োজন নেই।
ইনু বলেন, সরকারের গায়ে হাত দিতে না পেতে তারা সাধারণ নাগরিকদের গায়ে হাত দিচ্ছে। এ জন্য সরকার দুঃখিত। কিন্ত কেউ পার পাবে না।
মন্ত্রী নিজের নাম উল্লেখ করে বলেন, তাঁকেও যদি হত্যা করা হয়, তাহলেও কেউ পার পাবেন না। তাঁকে কাফনের কাপড় পাঠানো সম্পর্কে তিনি বলেন, ‘জীবনে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছি। মৃত্যুকে ভয় পাই না।(বিডিনিউজ)
নিউজ ডেস্ক : আপডেট ৫:২৮ পিএম,১৩ জুন ২০১৬, সোমবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur