গুরুতর অসুস্থ প্রথম আলো ও ডেইলি স্টারের চাঁদপুর প্রতিনিধি সাংবাদিক আলম পলাশকে দেখতে যান প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ এবং পিআইবির মহাপরিচালক মোঃ আলমগীর।
শনিবার সন্ধ্যায় তাঁরা আলম পলাশের চাঁদপুরের বাসায় গিয়ে তাঁর শয্যা পাশে সময় কাটান এবং চিকিৎসার খোঁজ খবর নেন। তাঁরা আলম পলাশের চিকিৎসায় সহযোগিতার আশ্বাস দেন।
তাঁদের সাথে ছিলেন মো. শাহ আলমগীরের সহধর্মীণি ফৌজিয়া বেগম।
প্রসঙ্গত, সাংবাদিক আলম পলাশ জিবিএস ভাইরাস রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শহরের নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
: আপডেট, বাংলাদেশ সময় ০৬:০০ পিএম, ১২ জুন ২০১৬, রোববার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur