চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর গ্রামে শনিবার (১১ জুন) রাতে বজ্রপাতে ১ জন জেলে নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায় রাতে হঠাৎ একের পর এক ভয়ানক বিজলী চমকিয়ে অঝর ধারার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির ফাঁকে ফাঁকে একাদিক বজ্রপাত হতে থাকে। ওই বজ্রপাতে চরফতেজংপুর গ্রামের সফিক বরকন্দাজের ছেলে ছিদ্দিক বরকন্দাজ (২৫) নিহত হয়।
একই স্থানে বজ্রপাতে আহত হয়ে পড়েন ওই গ্রামের বশির ঢালীর ছেলে নাছির ঢালী (৩০), মাহমুদ দেওয়ানের ছেলে মুসলিম দেওয়ান (৪০) ও নান্নু মিয়া দেওয়ানের ছেলে জয়নাল আবদীন দেওয়ান (৩৫)।
আহত মুসলিম দেওয়ান চাঁদপুর টাইমসকে জানান, ‘ওইদিন রাতে বৃষ্টি শুরু হওয়ার আগে থেকেই তারা নদীতে জাল ফেলে নদীর পাড়ে খোলা আকাশের নিচে বসে জাল উঠানোর জন্যে অপেক্ষা করছিলো। হঠাৎ বৃষ্টির ফাঁকে বিজলী চমকিয়ে বিকট শব্দে বজ্রপাত হলে তারা সবাই অচেতন হয়ে পড়ে এবং ঘটনাস্থলেই ছিদ্দিক বরকান্দাজ নামে এক জেলের মৃত্যু হয়। আর আহত বাকি তিন জনের মধ্যে এক জনের কান বয়রা হয়ে যায়।’
ঘটনার পরপরই আলুর বাজার নৌ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:০০ পিএম, ১২ জুন ২০১৬, রোববার
ডিএইচ