চাঁদপুর পৌর কমিউটি পুলিশিং টহল সদস্যদের মাঝে শনিবার বিকেলে রমজানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় ৮০ জন্য টহল সদস্যে মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার শামসুন্নাহার।
সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘বর্তমান সময়ে বাংলাদেশে বেশকিছু খুনের ঘটনা আমাদের ভাবিয়ে তুলেছে। ক’দিন আগে আমাদের পুলিশের উর্ধতন এক কর্মকতার স্ত্রী এবং একজন পুরোহীতকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যা কোনো সভ্য মানুষের কাজ নয়। পুলিশের একার পক্ষে দেশের সকল মানুষকে নিরাপত্তা দেয়া সম্ভব না। তাই আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।’
অনুষ্ঠানে অন্যানের মাঝে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, জেলা কমিউনিটি পুলিশিং-এর ভারপ্রাপ্ত সভাপতি রোটা. কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জেলা ন্যাপ সভাপতি আবুল কালাম পাটোয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পৌর কমিউনিটি পুলিশিং এর সভাপতি শেখ মনিরুজ্জামান বাবুল।
]প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৮:৫০ পিএম, ১১ জুন ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur