একসঙ্গে তিনটি বাচ্চার জন্ম দিল ‘শাকিরা’। ঘাবড়াবেন না। গায়িকা শাকিরা নয়, ইন্দোনেশিয়ার সুমাত্রার পায়াংটং চিড়িয়াখানার বাঘিনী শাকিরা।
সম্প্রতি ৩টি ছানার জন্ম দিয়েছে বিলুপ্ত প্রায় প্রজাতির বাঘিনী শাকিরা।
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘিনী ও তার বাচ্চারা সকলেই ভালো আছে। তবে তাদের সুস্থ্ রাখতে আগামী ২ মাস তাদের সাধারণ মানুষের থেকে দূরে রাখা হবে।
প্রসঙ্গত, শাকিরা প্রজাতির বাঘকে লুপ্তপ্রায় বলে ঘোষণা করা হয়েছে। ২০০৯ সালের পর থেকে এই প্রথম সুমাত্রার চিড়িয়াখানায় এই প্রজাতির ব্যাঘ্র শাবকের জন্ম হল।
চিড়িয়াখানায় লাগানো সিসিটিভি ফুটেজে শাকিরার প্রসবের সেই ছবি ধরা পড়েছে।
নিউজ ডেস্ক : আপডেট ৬:০১ পিএম, ১০ জুন ২০১৬, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur