Home / আন্তর্জাতিক / প্রবাস / বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার আত্মপ্রকাশ
বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার আত্মপ্রকাশ

বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন মালয়েশিয়া শাখার আত্মপ্রকাশ

কুয়ালালামপুর, মালয়েশিয়া: পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে মানবকল্যানে গঠিত বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখার যাত্রা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুন) রাজধানী কুয়ালালামপুরের রসনা বিলাস রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনটির চেয়ারম্যান সাবেক অতিরিক্ত আইজিপি প্রফেসর ডক্টর আব্দুর রহিম খান নবগঠিত এ কমিটির নাম ঘোষণা করেন।

ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তফা ইমরান রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি এস এম রহমান পারভেজ। সাধারণ সম্পাদক আহমাদুল কবির ছাড়াও একচল্লিশ সদস্য বিশিষ্ঠ এ কমিটিতে উপদেষ্টা হিসাবে আছেন স্থানীয় দাতো শিটি মুরনি, মো: শাহারুল লিজাম, সহ-সভাপতি হিসাবে আছেন বশির আহমেদ ফারুক ও হাফিজুর রহমান।

আইন বিষয়ক সম্পাদক মো: রবিউল ইসলামের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে নতুন কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করা হয় তানিয়া রহমান, কায়সার হামিদ হান্নান, আমিনুল ইসলাম রতন ও কাজী আশরাফুল ইসলামকে, কোষাধ্যক্ষ হিসাবে আছেন কবি রফিক আহমদ খান, অফিস সেক্রেটারি জহিরুল ইসলাম হিরন ও আলাউদ্দিন সিদ্দিকি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামসুজ্জামান নাঈম, মহিলা বিষয়ক সম্পাদিকা আরবিনা ইমরান, সমন্বয়ক হিসাবে আছেন তাপসী রাবেয়া, খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসাবে আছেন খন্দকার মোস্তাক আহমেদ রয়েল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডক্টর আব্দুর রহিম খান বলেন যেখানেই মানুষের অধিকার হরন করা হবে সেখানেই আপনাদেরকে ছুটে যেতে হবে। অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে।তবেই মানবাধিকার প্রতিষ্ঠা পাবে।নি:স্বার্থভাবে অসহায়, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে নবগঠিত কমিটির সকলকে আহ্বান জানান।

নতুন কমিটিতে নির্বাহী সদস্যদের মধ্যে আছেন জিয়াউর রহমান জিয়া, মেহেদি হাসান মল্লিক, খালেক কবির, তালেব মোল্লা, মঞ্জু খান, মির্জা সালাহউদ্দিন, হুমায়ন কবির, রফিকুল ইসলাম, শাখাওয়াত হোসেন জনি, হাসানুল বান্না, মাজহারুল ইসলাম, মিরাজুল ইসলাম, হামিদ বিন মোহাম্মদ আলি, শাহাদত হোসেন লিটন, মিঠূ তালুকদার ও মোফাজ্জেল হোসেন।

মালয়েশিয়া করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ৯ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ