বিয়ের জন্য পাত্রী খুঁজছেন তাসকিন। তাও আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে! অবাক করার মতো ঘটনা হলেও এমনটাই ঘটেছে।
তবে সেই পাত্রী নিজের জন্য নয়; চাচাতো ভাই নাহিয়ান বিন সাত্তারের জন্য।
পাত্রী চেয়ে নিজের ফেসবুকে তাসকিন লেখেন: আমার আপন চাচাতো ভাই নাহিয়ান বিন সাত্তারৃৃ .সে খুব ভালো একটা ছেলে।
তার জন্য খুব জলদি সুদর্শন এবং ভদ্র একজন পাত্রী চাই। আমার চাচা এবং চাচী ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। সবাই পোস্টটি শেয়ার করে তাকে বিবাহিত পুরুষ হতে সহযোগিতা করুন। চ্যানেলআই
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur