চাঁদপুর মডেল থানা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানের প্রথম দিন মঙ্গলবার (৭ জুন) রাত ২টার দিকে চাঁদপুর যমুনা রোড এলাকার টিলা বাড়ি থেকে ১০ কেজি গাঁজাসহ দুলাল মোল্লা (৪০) আটক করা হয়।
উপপরিদর্শক (এসআই) ত্রিনাথ সাহ সঙ্গীয় ফোস নিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আটককৃত ব্যক্তি সাংবাদকিদের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তার ভিজেটিং কার্ড দেখিয়ে জানায়, তাকে ওই পুলিশ কর্মকর্তা গাঁজাগুলি বিক্রি করতে দিয়েছে।।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলি চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর জেলাকে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতন মুক্ত করতে পুলিশ সুপারের নির্দেশে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে গাঁজাসহ দুলাল মোল্লাকে আটক করা হয়েছে’
তিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৪:২০ পিএম, ৭ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur