ড্রাইভিং লাইসেন্স না থাকায় চাঁদপুর শহরের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোটর সাইকেল ও সিএনজি স্কুটারসহ ১৩ টি মোটর যান চালককে অর্থদ- দেয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ জুলাই) শহরের শপথ চত্বর, কালী বাড়ি ষোলঘরসহ শহরের বিভিন্নস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় যাদের ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র নেই তাদের প্রত্যেককে সর্বচ্চো ৫,শ টাকা হতে সর্বনিন্ম ৩,শ টাকা করে অর্থদন্ড করা হয়। ভাম্ম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা।
মোটর যান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৩৮ ধারা মোতাবেক ড্রাইভিং লাইসেন্স না থাকার দায়ে মোট ১৩ টি মোটর সাইকেল ও সিএনজি স্কুটারকে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনিন সুলতানা।
এসময় পুলিশ সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur