চাঁদপুর সরকারি কলেজের ৫’তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবন মঙ্গলবার(২ অক্টোবর) উদ্বোধন করেছেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ডাঃ দীপু মনি এমপি।
সকালে চাঁদপুর সরকারি কলেজে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ও চাঁদপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মানে কাজটি করছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এম, আসমা এন্টার প্রাইজ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে ভবনটির উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ডাঃ দীপু মনি এমপি বলেন, ‘সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকারের গত ১০ বছরের সকল উন্নয়ন প্রতিটি ঘরে ঘরে পৌছে দিতে হবে। তাই নেতা-কর্মীদের দ্বিধা দন্ধ ভুলে সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। শিক্ষার্থীরা জননেত্রী শেখ হাসিনা ও আমার সালাম তোমাদের পরিবারের নিকট পৌঁছে দিবে।’
বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ এস এম দেলওয়ার হোসেন।
এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপংকর খিমা, সহকারি প্রকৌশলী কে এম মনিরুল আলম সিদ্দিকী, চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অসিত বরন দাস, কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ অহিদুজ্জামান, চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইবরাহিম খলিল, জেলা আওয়ামীলীগের সদস্য আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, বর্তমান সভাপতি আতাউর রহমান পারভেজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur