‘মরার ওপর খাড়ার ঘা’ প্রবাদ বাক্যের মতোই কাউছার হোসেন (২৫) নামে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এক নির্মাণ শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসার সময় আবারো দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি মৃত্যুসন্ধিক্ষণে রয়েছেন।
জানা যায়, প্রতিদিনের মতো কাউছার রোববার (৫ জুন) সকালে ফরিদগঞ্জ উপজেলার পাটাওয়ারী বাজারে একটি ভবন নির্মাণের কাজ করতে যায়। ভবনের ওপরে কাজ শুরু করার কিছুক্ষন পরই পাশে থাকা বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়।
অন্যান্য শ্রমিরা তাকে উদ্ধার করে সিএনজি স্কুটার যোগে চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেল ওই স্কুটারটির সাথে সংঘর্ষ বাধিয়ে দেয়। এ সংর্ঘষে অন্যান্য শ্রমিকরা সামান্য ব্যাথা পায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ওই দুর্ঘটনায় আহত কাউছারে কপাল এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে আবার রক্তাক্ত জখম হয়।
পরে তাকে সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অবস্থা আশংকাজনক রয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদন- কবির হোসেন মিজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur