Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি উপজেলার নতুন ইউএনও শিরিন আক্তার
Sherin-Akter

শাহরাস্তি উপজেলার নতুন ইউএনও শিরিন আক্তার

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মঙ্গলবার (১৮ এপ্রিল) যোগদান করেছেন শিরিন আক্তার। সাবেক ইউএনও মোহাম্মদ হাবিব উল্লাহর পদোন্নতিজনিত বদলীর পর তিনি এ নিয়োগ পান।

তিনি সর্বশেষ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভূমি বিভাগের সহকারী কমিশনার (এসিল্যান্ড) হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০১১ সালের ৩১ তম বিসিএস প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হয়ে ২০১২ সালে সরকারি চাকরিতে যোগদান করেন।

ইউএনও শিরিন আকতার ব্যক্তিগত জীবনে বিবাহিত ও ১ সন্তানের জননী।

নতুন দায়িত্ব পেয়ে এক পতিক্রিয়ায় ইউএনও শিরিন আক্তার চাঁদপুর টাইমসকে জানান, ‘নতুন এ পদে যোগদান করে আমি খুশি। এ উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িত রেখে কাজ করে যাবো। ’

তিনি আরো জানান, ‘আমার লক্ষ্য থাকবে সরকার আদেশ-নিষেধগুলো যথাযথভাবে পালন করা। বিশেষ করে শাহরাস্তিকে ডিজিটাল উপজেলা গঠন করতে আমার ভূমিকা থাকবে।’

প্রশসানের সকল কার্যক্রমে শাহরাস্তবাসীসহ তাঁর বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা চেয়ছেন।

শাহরাস্তি করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল, ২০১৯