‘শিকারী’ শুটিং শেষ, তাই গেল বৃহস্পতিবার লন্ডন থেকে ঢাকায় ফিরে আসেন চিত্রনায়ক শাকিব খান। তারপর হঠাৎ করেই শুক্রবার রাতে আবারো উড়াল দেন। এবারের গন্তব্য কলকাতা।
কিন্তু কেন, সেখানে কী কোন ছবির শুটিংয়ে অংশ নিবেন তিনি? অবশ্য এই মুহূর্তে কলকাতায় তার কোন শুটিংয়ের শিডিউল নেই।
শাকিবের ভাষায়, এবারের কলকাতা যাত্রাটা একান্তই ব্যক্তিগত। কিন্তু তারকাদের ব্যক্তিগত জীবন বলতে শেষ পর্যন্ত কিছুই থাকে না। যাই হোক শাকিবের এমন আচরণের সৃষ্টি হয়েছে রহস্য।
আশার কথা হলো, সেই রহস্যের জট খুলতে শুরু করেছে। ইতিমধ্যেই কয়েকটি নির্ভর যোগ্য সূত্র থেকে জানা গেছে, কলকাতার নামকরা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ডাকেই শাকিবের সেখানে যাত্রা। তার সঙ্গে রয়েছেন ‘মেন্টাল’-খ্যাত পরিচালক শামীম আহমেদ রনিও।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস বাংলাদেশের সঙ্গে যৌথপ্রযোজনায় নতুন একটি চলচ্চিত্র নির্মাণ করতে চলেছে।
যার শুটিং আগামী ১৭ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এই ছবিতেই শাকিব খানের অভিনয় করার কথা রয়েছে। এর বাইরে কলকাতার স্থানীয় ছবিতে অভিনয় করা প্রসঙ্গেও কথা হবে।
এদিকে শ্রী ভেঙ্কটেশ ছাড়াও এসকে মুভিজের নতুন তিনটি ছবিতে শাকিবকে দেখা যাবে। কলকাতার সঙ্গে ছবিগুলো যৌথভাবে প্রযোজনা করবে শাকিবের এসকে ফিল্মস।
নিউজ ডেস্ক : আপডেট ৬:৫৭ পিএম, ০৪ জুন ২০১৬, শনিবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur