চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী করার লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিসভা শুক্রবার (৩ জুন) বিকেল ৫টায় বিদ্যালয়ের দ্বিতীয় তলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘চাঁদপুরের অতি পুরানো এ বিদ্যালয়। আমরা চাই গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সুনাম যেনো সবসময় অক্ষুন্ন থাকে। সভায় আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরা হয়।’
আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন মোস্তাক হায়দার চৌধুরী, অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. সেলিম আকবর, মুক্তিযোদ্ধা মো. হানিফ পাটোয়ারী, শাহজাহান চোকদার, সন্তুষ দাস, বাসেদ ভূঁইয়া, মো. তাজুল ইসলাম, রাশেদ শাহরিয়ার পলাশ, শেখ মহিউদ্দিন রাসেল, আবু সায়েম, গিয়াসউদ্দিন রানা, নুরুল ইসলাম নান্নু, অপু পাটোয়ারীসহ আরো অনেকে।
সভায় সকলের সিদ্ধান্ত মতে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে উদযাপন কমিটির আহ্বায়ক এবং অ্যাড. ফজলুল হক সরকার, মোস্তাক হায়দার চৌধুরী, সন্তুষ দাস, বাসেদ ভূঁইয়া ও শাহজাহান চোকদারকে উপদেষ্টা করা হয়।
]শরীফুল ইসলাম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur