বেশ কয়েকদিন ধরে কোমরে ব্যথা হচ্ছিল চীনের বেজিংয়ের ১৭ বছরের কিশোরী জিয়াওলিন।
এরপর অসহনীয় ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ওই কিশোরী। কিন্তু আলট্রাসনোগ্রাফি করতে গিয়ে চোখ কপালে ওঠে ডাক্তারদের। তারা দেখেন জিয়াওলিনের শরীরে রয়েছে দু’টির জায়গায় চারটে কিডনি!
ডাক্তাররা জানাচ্ছেন, এটি একটি বিরল রোধ। এই বিরল ব্যাধির নাম ‘রেনাল ডুপ্লেক্স মনস্ট্রোসিটি’।
তবে এর পরিণতি অনিবার্য মৃত্যু নয়। এক হাজার ৫০০ জনের মধ্যে একজন এই ধরনের রোগে মারা যান। বেশির ভাগ ক্ষেত্রেই এই রোগে আক্রান্ত মানুষ হয়তো সারা জীবন জানতেও পারেন না এর খবর।
তারা আরো জানান, শরীরের এই বাড়তি দু’টি কিডনি বাকি দু’টি কিডনির সহায়ক এবং এই বাড়তি কিডনি দু’টিকে বাদ দেওয়ার প্রক্রিয়াও বেশ জটিল ও ঝুঁকিপূর্ণ।
যদিও শেষ পর্যন্ত অস্ত্রোপচারের মাধ্যমে জিয়াওলিনের শরীর থেকে বাড়তি দু’টি কিডনি বাদ দিতে সক্ষম হন ডাক্তাররা। এখন সে অনেকটাই সুস্থ।(আরটিএনএন)
নিউজ ডেস্ক : আপডেট ৮:২১ পিএম, ০৩ জুন ২০১৬, শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur