স্ত্রীর পরকীয়ার জেরে বিষপানে স্বামী আত্মহত্যার চেষ্টা করেছে। বৃহস্পতিবার (০২ জুন) সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর ইউনিয়নের দারিন্দ্রা গ্রামের বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় স্বামী রুবেল বেপারী চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আহতের পরিবার সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার বেদন গ্রামের মিজানের কন্যা শাহিনুর বেগমের সাথে ২০১৫ সালে মতলব দক্ষিণ উপজেলার দারিন্দ্রা গ্রামের মালেক বেপারীর ছেলে রুবেল বেপারীর সাথে প্রেমের সম্পর্কে বিয়ে হয়।
বিয়ের পরে উভয়ের পরিবার মেনে নেয় এবং রুবেল তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে দু’মাস সংসার জীবন পরিচালনা করার পর শাহিনুর বেগম বাবার বাড়ি গিয়ে আর ফিরে আসেনি।
কারণ খুঁজতে গিয়ে রুবেল তার স্ত্রীর সাথে পাশের বাড়ির জনৈক যুবকের সাথে পরকীয়া রয়েছে। মুঠোফোনে তাদের সাথে প্রতিয়নত আলাপ হয়। এ ক্ষোভেই রুবেল বিষপানে আত্মহত্যার চেষ্টা করে।
এ ব্যাপারে রুবেলের শ্বশুরের সাথে একাধিকবার আলাপের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মো. জাবেদ হোসেন
: আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ পিএম, ২ জুন ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur