ভারতের উত্তরপ্রদেশের বরেলির কিলা এলাকায় প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করেছে দুই ভাই-বোন। কিন্তু সেই বিয়েতে বাধা হয়ে দাড়িয়েছে আত্মীয়-স্বজন। এমনকি তারা পুলিশকে জানালে তাদের হাতে লাগানো হয় হাতকড়া। যদিও সেই বাধা বিপত্তি মানতে নারাজ মেয়ে।
জানা যায়, প্রায় ২০ বছর আগে নিজের স্বামীকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করেন ভারতের উত্তরপ্রদেশের বরেলির কিলা এলাকার এক নারী। দ্বিতীয় পক্ষে তিন মেয়ে সন্তান ও এক ছেলের জন্ম দেন তিনি।
তার মৃত্যুর পর মায়ের অন্তেষ্টিক্রিয়ায় অংশ নেয় উভয়পক্ষের সন্তানরা। সেখানেই প্রথমপক্ষের ছেলের সঙ্গে কথা হয় দ্বিতীয়পক্ষের
এক মেয়ের। প্রথম দেখার পরই প্রেমে পড়া। আর সেই গাঢ় প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত।
এদিকে পুলিশের কাছে মেয়ে তার পরিষ্কার বক্তব্য দিয়ে বলেছে, বিয়ে করা স্বামীর (সৎভাই) কাছেই এখন থাকতে চায় সে, তাতে যতোই বাধা আসুক।
এদিকে ভাইবোনের এই বিয়ে এবং তাতে আত্মীয়দের আপত্তি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। কারণ রীতি অনুযায়ী একই মায়ের গর্ভজাত সন্তানের মধ্যে বিয়ে বৈধ নয়। সেটাই এখন তাদের প্রেম ও বিয়েতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে।
অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে তার স্ত্রীকে (বোন)।
নিউজ ডেস্ক : আপডেট ৭:৪৪ পিএম, ০১ জুন ২০১৬, বুধবার
এইউ