চাঁদপুরের ফরিদগঞ্জ-হাজীগঞ্জ উপজেলার ২২ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ বুধবার (১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে দুই উপজেলার ১১ জন করে মোট ২২ জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেন চেয়াম্যানদের শপথ বাক্য পাঠ করান চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।
এসময় তিনি বলেন, সরকার বিশ্বাস করে স্থানীয় সরকারে জড়িতরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশের উন্নয়নে তার প্রভাব পরবে। আর জাতীর পিতার স্বপ্ন পূরণ হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, আজকে যাঁরা শপথ গ্রহণ করছেন তারা সকলের জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে জনসেবামূলক কাজগুলো করবেন। আজকের এই শপথ অনুষ্ঠানে আপনাদের কাছে এটাই আমারা প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল হক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।
: আপডেট, বাংলাদেশ সময় ০৬:৫০ পিএম, ১ জুন ২০১৬, বুধবারডিএইচ