আইপিএল মাতিয়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তিনি। কীভাবে হায়দরাবাদের খেলোয়াড়-কোচ-কর্তাদের সঙ্গে আপনার ভাব বিনিময় হয়েছে? ভাষাগত সমস্যা কিভাবে সমাধান করলেন? ফিজ নামের উৎপত্তি কীভাবে? এ ধরনের নানা প্রশ্ন।
সাক্ষাতকারের শেষ অংশে কিছুটা বিরক্ত হয়ে ও গ্রামের বাড়ি যাওয়ার ব্যস্ততায় মুস্তাফিজ বলেই ফেললেন ‘মাফ করেন পরে একসময় সময়ে দেবো’
সাতক্ষীরায় ফেরার আগে রাজধানীর এক অভিজাত হোটেলে মুস্তাফিজের সাক্ষাৎকার নেন মুন্নী সাহা। এর জন্য বাংলাদেশের কাটার বয়ের কাছ থেকে ২ মিনিট সময় নেয়া হয়েছিল। কিন্তু বেঁধে দেয়া সময় পার হয়ে যায়। ছয় মিনিট অতিক্রম হতেই আপত্তি তোলেন মুস্তাফিজ! বলেন, ‘আপনাকে ধন্যবাদ। আমাকে দুই মিনিট সময় বলেছে, আমি অনেক সময় দিলাম।’
পরে অবশ্য আরো সময় নিয়ে ফিজের কাছে কবুতরের কথা জানতে চান মুন্নী সাহা। নিজ এলাকার কথা জানতে চান এই সাংবাদিক। ২০ বছর বয়সী ফিজের জবাব, ‘আমি বাসায় গেলে সব জায়গায় যাই। আমার এলাকায় সব সময়ের জন্য ভালো লাগে। যে জায়গায়ই থাকি না কেন, এলাকার টান বেশি। এজন্য দৌড়াচ্ছি এলাকার জন্য।’
ক্যামেরার সামনে সেই লাজুক মুস্তাফিজকে দেখা গেল। এবার ভিডিওতে দেখে নিন সেই সাক্ষাৎকার:
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৫:২০ এএম, ১ জুন ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur