আর মাত্র ২ দিন পর শেষ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধনের সময়। ঘোষণা অনুযায়ী দুইদিন পর বিভিন্ন মোবাইল অপারেটরের অনিবন্ধিত সিম স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে।
তবে প্রবাসী বাংলাদেশি ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না। তাদেরকে ৩১ মে’র পর থেকে পরবর্তী ১৮ মাসের মধ্যে সিম পুনর্নিবন্ধন করতে হবে।
রবিবার সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এসব কথা বলেন।
সিম পুনর্নিবন্ধনের সর্বশেষ অবস্থা সম্পর্কে গণমাধ্যম কর্মীদের অবহিত করতেই এ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী জানান, যারা ৩১ মে’র মধ্যে সিম পুনর্রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হবেন তাদের সিম বন্ধ হয়ে গেলেও ব্যবহৃত নম্বরগুলো আপাতত কাউকে দেয়া হবে না।
তারা নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় চাইলে পুরনো নম্বরটি চেয়ে নিতে পারবেন। মন্ত্রী আরও বলেন, তবে দেড় বছর পরও যদি তারা সিম পুনর্রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন সেক্ষেত্রে তাদের সিমগুলো অন্য কারও কাছে বিক্রি করে দেয়া হবে।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০১:১০ পিএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur