আগামী মঙ্গলবারই শেষ হচ্ছে আঙ্গুলের ছাপে (বায়োমেট্রিক) মোবাইল সিম পুননিবন্ধনের সময়। অথচ এখনো ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত রয়ে গেছে।
রোববার সচিবালয়ে নিজ অফিসে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
তিনি জানান, গত ৩০ এপ্রিল আঙ্গুলের ছাপ দিয়ে সিম পুননিবন্ধনের ডেডলাইন শেষ হওয়ার পর তিন ধাপে সময় বাড়ানোর পরও এখনো ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত রয়েছে। এখন পর্যন্ত পুননিবন্ধন করা হয়েছে ১০ লাখ ৯ হাজার সিম।
আগামী মঙ্গলবার (৩১ মে) দিবাগত মধ্যরাত নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এবার আর সময় বাড়ানো হবে না বলেও জানিয়ে দেন প্রতিমন্ত্রী। তবে পূর্বনির্ধারিত সময়ে যেসব মোবাইল গ্রাহক সিম নিবন্ধন করতে পারবেন না তাদের সিম বন্ধ হয়ে যাবে। তবে তারা ওই সিম নতুন করে কিনতে পারবেন দুই মাসের মধ্যে। আর প্রবাসী বাংলাদেশিরা এ সুযোগ পাবেন ১৮ মাস পর্যন্ত।
প্রতিমন্ত্রী জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকরা যদি তাদের সিম নম্বর কিনে না নেন তবে মোবাইল অপারেটররা অনিবন্ধিত সিম বিক্রি করে দিতে পারবে। (বাংলামেইল)
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ৩০ মে ২০১৬, সোমবার
ডিএইচ