চাঁদপুরের কচুয়া উপজেলার ১০নং গোহট উত্তর ইউনিয়নে ইসলামী ফ্রন্ট মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির উল্যাহ মিয়াজী বশিরা (মোমবাতি) ব্যাপক ভোট ডাকাতি ও কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন।
২৮ মে শনিবার বেলা ১১টার দিকে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সকল বুথ থেকে তার এজেন্টদের বের করে আনেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি অভিযোগ করেন, সকাল ৮টায় ভালোভাবেই ভোট শুরু হয়। প্রত্যেক কেন্দ্রে ভোটারের উপস্থিতিও ছিলো ব্যাপক। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে অর্থাৎ সকাল ৯ টার পর থেকে শুরু হয় ভোট ডাকাতি। নৌকা প্রার্থীর কর্মী-সমর্থক ও ক্যাডাররা প্রত্যেক বুথে ঢুকে ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান প্রার্থীর ব্যালট পেপার কেড়ে নিয়ে নিজেরা নৌকায় সিল মেরে বাক্সে ঢুকাতে থাকে। এমনকি প্রবাসী ও মৃত মানুষের ভোটও দেয়া হয়েছে। এমন পরিস্থিতি দেখে তিনি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারসহ আইনশৃঙ্খলা বাহিনীকে এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েও কোনো প্রতিকার পান নি। তাই তিনি এ প্রহসনের নির্বাচন বর্জন করতে বাধ্য হয়েছেন।
তিনি তার এ বর্জনের খবরটি ফোনে বিভিন্ন সাংবাদিককে জানিয়েছেন বলে জানান।
সংবাদ বিজ্ঞপ্তি: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ২৭ মে ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur