চাঁদপুরের কচুয়ার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুস সামাদ আজাদের নির্বাচনী অফিস ভাংচুর করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের দারাশাহী-তুলপাই বাজারে হামলা ও ভাংচুরের এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ শামসুদ্দীন মুন্সীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
হামলায় আব্দুস সামাদ আজাদের অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি স্বতন্ত্র পদে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ আজাদ চাঁদপুর টাইমসকে জানান, শামসুদ্দীন মুন্সীর কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার তুলাপাই বাজারের নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় তার সমর্থক ব্যবসায়ীসহ অন্তত ১০ জন কর্মীকে পিটিয়ে আহত করে।
তিনি আরও বলেন- আনারস প্রতীকে ইউনিয়নে বিভিন্ন স্থানে গনসংযোগ করতে গেলে শামসুদ্দীন মুন্সীর কর্মী সমর্থকরা বাধা সৃষ্টি ও হুমকি ধমকি দিচ্ছে।
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শামসুদ্দীন মুন্সী এসব অভিযোগ সঠিক নয় দাবি করে জানান, আব্দুস সামাদ আজাদের কর্মী-সমর্থকরা তুলপাই এলাকায় উশৃঙ্খল কর্মকান্ড চালিয়ে তার নেতাকর্মীদেরকে ভয়ভীতি দেখানো হচেছ
এদিকে অফিস ভাংচুরের এ ঘটনাকে কেন্দ্র করে তুলপাই এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। ফের যাতে কোন সংঘর্ষ বেধে না যায়, সে লক্ষ্যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ওই স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ ইবরাহীম খলিল চাঁদপুর টাইমসকে জানান, কচুয়ায় ১২টি ইউনিয়নে ইউপি নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে র্যাব সহ বিজিবি সদস্যরা বিভিন্ন স্থানে টহল দিচ্ছে।
কচুয়া করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৮:০০ পিএম, ২৬ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ