সাম্যের কবি, বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শহীদ পাটোয়ারীর নির্দেশনায় অনন্যা নাট্যগোষ্ঠীর ৩৪তম প্রযোজনায় ১৮তম প্রদর্শনী বুধবার সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমি মঞ্চে তা মঞ্চায়িত হবে।
এছাড়া চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান অন্তর্ভুক্ত নাট্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় কাজী নজরুল ইসলামের গল্প অবলম্বনে নাট্য ব্যক্তিত্ব মমতাজ উদ্দিন আহমেদের নাট্যরূপে রাক্ষুসী নাটক মঞ্চস্থ হবে।
রাক্ষুসী নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহীদ পাটোয়ারী, মোঃ হানিফ, হারুন আল রশীদ, চন্দন সরকার, জয়রাম রায়, দীপক ভট্টাচার্য, হেলাল সুখ, আখলাকুল ইসলাম লাকু, মানিক দাস, মুহম্মদ আলমগীর, ফয়সাল ফরাজী, মাসুদ রানা, শাওন পাটোয়ারী, রুনা আক্তার আশা, দোলন, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, জসীম মেহেদী, সুমাইয়া, লিপি, নাজমুল, ইয়াসমিন, ফাতেমা আক্তার, দুলাল সরকার, তাজবির। আলোক পরিকল্পনায় বিশ্বনাথ চৌধুরী বিশু।
মিউজিকে কার্তিক সরকার। রাক্ষুসী নাটকটি ইতোপূর্বে চট্টগ্রামে মঞ্চায়ন করে অনন্যা নাট্যগোষ্ঠী ব্যাপক সুনাম কুড়িয়ে এনেছিলো।
অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটোয়ারী জানিয়েছেন, নাটকটি সবার জন্যে উন্মুক্ত রাখা হয়েছে।
: আপডেট, বাংলাদেশ সময় ৪:০০ এএম, ২৫ মে ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur