Home / কৃষি ও গবাদি / চাঁদপুর শহরে মোবাইল চুরির দায়ে যুবক আটক
চাঁদপুর শহরে মোবাইল চুরির দায়ে যুবক আটক

চাঁদপুর শহরে মোবাইল চুরির দায়ে যুবক আটক

চাঁদপুর শহরের পুরানবাজারের ছৈয়াল বাড়ী রোড  এলাকার  রোববার (২২ মে) সন্ধ্যায়  থেকে ল্যপটপ, মোবাইল চুরির দায়ে যুবককে আটক করেছে চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকৃত যুবক পুরাণবাজারের মধ্য শ্ররামদী  মৃত আব্দল রহমানের ছেলে মো. নূরে আলম (২৬)।

চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আহসানুজ্জামান লাবু ও তার সঙ্গীয় ফোর্সসহ  পুরানবাজারের ছৈয়াল বাড়ী রোড  থেকে ল্যাপটপ মোবাইল চুরির  দায়ে আটক করা হয়। চাঁদপুর বাংলালিংক অফিসের এক কর্মকর্তার মোবাইল চুরি করায় ওই কর্মকর্তা তার বিরুদ্ধে মামলা দায়ে করেছে।

তার বিরুদ্ধে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে চুরির অভিযোগ রয়েছে

[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Anwarul-Hoque.jpg” ]আনোয়ারুল হক[/author]

:  আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ পিএম,  ২২ মে  ২০১৬, রোববার

ডিএইচ

Leave a Reply