আজ ২০ মে বিশ্ব মেট্রোলজি বা পরিমাপ দিবস । বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যমে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করা হয়।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও দারিদ্র্য দূরীকরণসহ সার্বিক জীবনযাত্রার মানোন্নয়নে সঠিক ওজন ও পরিমাপের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিকাশমান সমাজের চাহিদা পূরণে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে । এ প্রযুক্তি ব্যবহারের প্রতিটি পর্যায়ে সঠিক পরিমাপের গুরুত্ব অপরিসীম।
বৈজ্ঞানিক আবিষ্কার, নতুন নতুন উদ্ভাবন, শিল্পের বিকাশ, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক পরিবেশ সুরক্ষার জন্য পরিমাপ বিজ্ঞানের আবশ্যকতা অনস্বীকার্য। ওজন ও পরিমাপ বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহ বিশ্বব্যাপি পরিমাপ বিজ্ঞানের উৎকর্ষ সাধনে অবিরাম কাজ চলছে। এর সুফল সকল স্তরের মানুষ ভোগ করছে।
সঠিক পরিমাপ নিরূপনে উদ্ভাবিত নানাবিধ কলাকৌশল শিল্প উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের হিস্যা ক্রমান্বয়ে বাড়ছে। রপ্তানি পণ্যেও বহুমাত্রিকতা আসছে।
ওজন ও পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রতি বছর বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। এ দিবস পরিমাপ বিজ্ঞানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির সহায়ক ভূমিকা পালন করে।
ডেস্ক থেকে সম্পাদনা আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ৫:০৫ এএম, ২০ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ