Home / চাঁদপুর / প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরে আলোচনাসভা
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরে আলোচনাসভা

প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরে আলোচনাসভা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরে মঙ্গলবার (১৭ মে) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি বলেন, ১৯৮১ সালের ৭ ই মে বিদেশ থেকে দেশনেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগের ঐক্য ধরে রাখতে ও দায়িত্ব দেওয়ার জন্য দেশে আনা হয়। সঠিক সিদ্ধান্তের কারনেই দেশনেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামীলীগ ও এ দেশের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি আরোও বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে হত্যার পর ৭৫ এ আওয়ামী লীগে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তখন বাংলাদেশের এ বৃহৎ দলটি অভিভাবকহীনতায় ভুগছিল। আজ দেশনেত্রী শেখ হাসিনা পিতার আদর্শে অনুপ্রানিত হয়ে বিশৃংঙ্খল আওয়ামী লীগের মধ্যে শৃংঙ্খলা ফিরিয়ে এনেছেন। স্বপ্নের সোনার বাংলা গড়তে ভিশন ২০২১ বাস্তবায়নে সকলের সহযোগিতা চেয়েছেন।

জেলা রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি মাহবুবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য বাবুল মিজি, সাবেক জেলা শ্রমিক লীগ সভাপতি শাহ আলম মিয়াজী, বঙ্গবন্ধু সমাজ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাসুম, জেলা তরুণ লীগের সভাপতি শেখ শরিফ আহম্মদ, জেলা বিদ্যুৎ শ্রমিক লীগ সভাপতি ইসমাইল হোসেন, শহর স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক নূরে আলম রনি, ছাত্রলীগ নেতা জিকু পাটওয়ারী প্রমুখ।

মাজহারুল ইসলাম অনিক

: আপডেট, বাংলাদেশ সময় ৪:০৫ এএম, ১৮ মে ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply