Home / কৃষি ও গবাদি / হাইমচরের ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
হাইমচরের ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
শাহাদাত, দুলাল, সালাউদ্দিন

হাইমচরের ৩ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

দ্বিতীয় দফায় অনুষ্ঠিত চাঁদপুরের হাইমচর উপজেলায় ইউপি নির্বাচনে ৬ ইউনিয়নের মধ্যে ৩ ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ গ্রহণ সোমবার (১৭ মে) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

বাকী ত ইউনিয়নের ক’টি কেন্দ্র স্থগিত হওয়ায় এ ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়নি।

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসক আব্দুল সবুর মন্ডল হাইমচর উপজেলার ৩ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

এরা হলেন, ২নং আলগী উত্তর ইউনিয়নের নব নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মোঃ মনির আহম্মেদ (দুলাল) পাটওয়ারী, ৪নং নীল কমল ইউনিয়নের মোঃ সালাউদ্দিন আহম্মেদ ও ৫নং হাইমচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহাদাত সরকার।

পরে বেলা ২টায় হাইমচর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল গেজেট প্রাপ্ত ৩ ইউনিয়নের নবনির্বাচিত ২৭ জন সাধারণ সদস্য ও ৯ জন সংরক্ষিত মহিলা মেম্বারদের শপথ বাক্য পাঠ করান।

]বি এম ইসমাইল, হাইমচর করেসপন্ডেন্ট [/author]

: আপডেট বাংলাদেশ সময় ৪:৩৫ পিএম, ১৭ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ