সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু হাজতে থেকেই তার ফেসবুকে আর এক নেতার বিরুদ্ধেপোষ্ট দিয়েছেন।
রোববার রাতে নগরীর শহরতলী বালুচর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় তার বিরুদ্ধে সিপিবিরসমাবেশে হামলা, সরকারি কর্মকর্তাকে হুমকি, এমসি কলেজের জায়গা দখলসহ নানা অভিযোগ রয়েছে।
সোমবার দুপুরে নিপুকে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
এসময় আদালতের হাজতে থাকাবস্থায় নিপু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান জানান দেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু আদালতের হাজতে থাকা অবস্থায় তার ব্যক্তিগত ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসে তিনি নিজের অবস্থান তুলে ধরেছেন।
তিনি লিখেছেন, ‘নেতাজি মনে রাখিয়েন আপনি যে নীতি অবলম্বন করে চলেছেন সেই রাজনীতি শিক্ষা আমাকে দিয়েছেন আমিও কিন্ত শিক্ষা নিয়েছি ।
আমি ছাত্রলীগের রাজনীতি করি বঙ্গবন্ধুকে ভালোবেসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে । দলের ভাবমূর্তিতে যাতে কোনোরকম দাগ না পড়ে সেজন্য নিজেকে সচেষ্ট রেখেছি। সংযত ও সচেষ্ট থেকেছি যাতে সংগঠনের বদনাম না হয় তাই আজ আছি জেল হাজতে হেফাজতে।’
নিউজ ডেস্ক : আপডেট ৩:১১ পিএম, ১৭ মে ২০১৬, মোঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur