সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার জমে উঠেছে। এর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও চাহিদা রয়েছে। দামে তুলনামূলক সস্তা, মানসম্পন্ন এবং রুচিশীল হওয়ায় এসব পোশাক আস্থা অর্জন করেছে দেশীয় প্রবাসী ক্রেতাদের পাশাপাশি আরবসহ অন্য দেশের প্রবাসীদের কাছেও।
ইতিপূর্বে সৌদি আরবের বিভিন্ন প্রদেশের মার্কেট, সুপার মার্কেট এবং তৈরি পোশাকের দোকানগুলোতে ভারত, পাকিস্তান, তুরস্ক ও চীনের তৈরি পোশাকের বাজার একচেটিয়া দখলে ছিল। বর্তমানে এসব দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক বাজারে পাল্লা দিয়ে অত্যন্ত সুনামের সঙ্গে বাংলাদেশি পোশাকও বিক্রি হচ্ছে দেদারছে।
সৌদি আরবের বিভিন্ন মার্কেটে বাংলাদেশি পোশাক শিল্পের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে এসব চিত্র। ব্যবসায়ী ও ক্রেতারাও জানালেন খুশির কথা। বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাকের অপূর্ব ভাণ্ডার হিসেবে খ্যাত এবং বাংলাদেশি ব্যবসায়ী দ্বারা পরিচালিত সৌদি আরবের রাজধানী রিয়াদের আলউজির মার্কেট (আলরাজি শপিং সেন্টার) উল্লেখযোগ্য। যেখানে রয়েছে শতাধিক দোকান। প্রতিটি দোকানে বাংলাদেশের তৈরি শার্ট, প্যান্ট, টি-শার্ট, পলো শার্টসহ বাচ্চাদের হরেক রকম পোশাকের অপূর্ব সমাহার।
প্রতিদিন এ মার্কেটে খুচরা ও পাইকারিভাবে লাখ লাখ রিয়াল বেচাকেনা হয় বাংলাদেশের তৈরি পোশাক।
এখানকার, ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানান, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রচুর চাহিদা থাকায় প্রতিমাসে বাংলাদেশ থেকে আসা দেশীয় পোশাকভর্তি ৪০-৫০টি কন্টেইনার খালাস করা হয় শুধু এ মার্কেটেই। তবে বাংলাদেশে এসব পোশাকাদি বেশি দামে কেনার পাশাপাশি জাহাজের মাধ্যমে পোশাকভর্তি এসব কন্টেইনার আনতে গিয়ে দেশীয় নৌবন্দরে অনেক সমস্যার সম্মুখিন হতে হয়। এতে দেশীয় পোশাক এখানে আসা পর্যন্ত মূল্য অনেক বেশি পড়ে যায়। ফলে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক বাজারদর এবং বাংলাদেশি পোশাকের চাহিদা ঠিক রাখতে গিয়ে কখনো কখনো লোকসান গুণতে হচ্ছে তাদের।
প্রবাসী ব্যবসায়ীরা বলেন, সরকারের সুষ্ঠু ও সহজ ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি পোশাকের মূল্য, পরিবহন ভাড়া ও শুল্ক কমিয়ে ক্রেতা চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে এখানে পোশাক শিল্প বাজারজাত করার ব্যবস্থা বা সুযোগ তৈরি করে দিলে সৌদি আরবে আরো ব্যাপকভাবে সম্প্রসারিত হবে বাংলাদেশি পোশাক শিল্পের বাজার। সৌদি আরব হতে পারবে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি পোশাক শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার। অন্যদিকে, ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি দেশও আয় করবে প্রচুর বৈদেশিক মুদ্রা।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/sagor-chowdhury1.jpg” ]সাগর চৌধুরী, সৌদি আরব করেসপন্ডেন্ট [/author] : আপডেট বাংলাদেশ সময় ১০:২৫ পিএম, ১৪ মে ২০১৬, শনিবারডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur