দারিদ্র বিমোচন ও কৃষিখাতে চাঁদপুরের ব্যাংকগুলি ২০১৫-২০১৬ অর্থবছর ১শ’ ১১ কোটি ৫২ লাখ ৮২ হাজার টাকা ঋণ বিতরণ করেছে।
এর মধ্যে সরকার নিয়ন্ত্রিত জেলার সোনালী, অগ্রণী, কৃষি, জনতা, কর্মসংস্থান, রূপালী, বেসিক ও বিআরডিবি পল্লী উন্নয়ন সংস্থা গেলো বছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৯১ কোটি ৮০ লাখ এবং কোম্পানী নিয়ন্ত্রিত এবি, ইসলামী, সিটি, পূবালী, উত্তরা, ব্র্যাক, সোস্যাল ইসলামী, মার্কেন্টাইল ও প্রাইম ব্যাংকের শাখাগুলি ১৯ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকা বিতরণ করেছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলির আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে সোনালী ব্যাংকের বরাদ্দকৃত ১১ কোটি ৮২ টাকার মধ্যে মার্চ পর্যন্ত ৬ কোটি ৬৮ লাখ টাকা ঋণ বিতরণ করেছে। যার হার ৫৭%।
অগ্রণী ব্যাংকের অর্থ ১১ কোটি ৮২ লাখ এ অর্থবছরে জুলাই হতে মার্চ পর্যন্ত বরাদ্দ ছিল টাকার মধ্যে বিতরণ করেছে ৬ কোটি ৬৮ লাখ টাকা । যার হার ৫৭%।
জনতা ব্যাংকে চলতি অর্থবছরের বরাদ্দকৃত ২০ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার মধ্যে মার্চ পর্যন্ত ১১ কোটি ৭ লাখ টাকা ঋণ বিতরণ করেছে । যার হার ৫৫ %।
বাংলাদেশ কৃষি ব্যাংকের বরাদ্দকৃত ৪৮কোটি ৫০ হাজার টাকার মধ্যে মার্চ পর্যন্ত ঋণ বিতরণ করেছে ৫৪ কোটি ৪৬ লাখ ২৩ হাজার টাকা । যার হার ৭২ %।
কর্মসংস্থান ব্যাংকের বরাদ্দকৃত ১০ কোটি ৩৯ লাখ টাকার মধ্যে মার্চ পর্যন্ত বিতরণ করেছে ৬ কোটি ৬৮ লাখ টাকা । যার হার ৭৩ %।
রূপালী ব্যাংক লিমিটেডের বরাদ্দকৃত ২৭ লাখ ৬০ হাজার টাকার মধ্যে মার্চ পর্যন্ত বিতরণ করেছে ১২ লাখ ৭৩ হাজার টাকা । যার হার ৪৬%।
বেসিক ব্যাংক লিমিটেডের বরাদ্দকৃত ১ কোটি টাকার মধ্যে মার্চ পর্যন্ত বিতরণ করেছে ৩৮ লাখ টাকা । যার হার ৩৮ %।
বেসরকারি ব্যাংক গুলির মধ্যে ন্যাশানাল ব্যাংক এ বছর বিতরণ করেছে ২০ লাখ টাকা, ইসলামী ব্যাংক ১৭ কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা , পূবালী ব্যাংক ১০ লাখ টাকা , উত্তরা ব্যাংক সাড়ে ৮ লাখ টাকা , ব্র্র্যাক ব্যাংক সাড়ে ৪৩ লাখ টাকা , সোস্যাল ব্যাংক ৮২ লাখ টাকা , মার্কেন্টাইল ব্যাংক ৩২ লাখ টাকা, এনসিসি ব্যাংক ৪লাখ টাকা ।
এসব ঋণ চাঁদপুরের দারিদ্র বিমোচন ও কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তারা।
আবদুল গনি[/author]
: আপডেট ৩:১৫ পিএম, ১২ মে ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur