Home / শীর্ষ সংবাদ / চাঁদপুরে ৫ কেন্দ্রে সংঘর্ষ আহত ২০ : ফাঁকা গুলি
চাঁদপুরে ৫ কেন্দ্রে সংঘর্ষ আহত ২০ : ফাঁকা গুলি

চাঁদপুরে ৫ কেন্দ্রে সংঘর্ষ আহত ২০ : ফাঁকা গুলি

বিক্ষিপ্ত সংঘর্ষ ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে চাঁদপুরে ২ উপজেলা মতলব দক্ষিণ ও শাহরাস্তির ১০ ইউপিতে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

ভোটগ্রহণের সময় জাল ভোট দেয়াকে কেন্দ্র করে ৫ কেন্দ্রে সংঘর্ষের ঘটনায় অন্তত: ২০ জন আহত হয়েছে।

এ সময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। সংঘর্ষের কারণে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াদারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

অপরদিকে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের আচলছিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় , বহরি উচ্চ বিদ্যালয় এবং শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের হাড়িরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিতোষী পূর্ব ইউনিয়নের চান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

ওই ৫ কেন্দ্রে সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়। পরিস্থিতি শান্ত করতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি চালায়।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ৭ মে শনিবার চাঁদপুরের মতলব দক্ষিণ ও শাহরাস্তি উপজেলার ১০ ইউপিতে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে শাহরাস্তির ৬ ইউপিতে ৩১ জন ও মতলব দক্ষিণের ৪ ইউপিতে ১৬ জন প্রার্থী রয়েছে ।
এসব ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫শ’ ৭০ জন।

কবির হোসেন মিজি [/author] : আপডেট ৪:৪০ পিএম, ০৭ মে ২০১৬, শনিবার
ডিএইচ

Leave a Reply