নিজেদেরই নিবন্ধন নেই। রাজনৈতিক কর্মকাণ্ডের কোনো অস্তিত্ব নেই, তবুও বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির নিবন্ধন বাতিল চেয়ে ইসিতে আবেদন করেছে তৃণমূল কংগ্রেস।
আজ সোমবার বিএনপির নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব সিরাজুল ইসলামকে চিঠি দিয়েছে দলটি।
শুধু তাই নয়, রাজনীতিতে একেবারেই ভুঁইফোড় দলটি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘ক্ষমতা দখল’ এবং দল গঠন অবৈধ ও বেআইনি দাবি করেছে। একই সঙ্গে বিএনপির নিবন্ধন ও ধানের শীষ প্রতীক বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
আইন অনুযায়ী, কোনো দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন না নিলে বা নিবন্ধন না থাকলে সেই দল নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা রাখে না। হঠাৎ আলোচনায় আসা দল তৃণমূল কংগ্রেসের নিবন্ধন নেই এবং কোনো নির্বাচনে অংশগ্রহণও করেনি বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।
চিঠিতে দলটি জানিয়েছে, উচ্চ আদালতের আদেশ অনুযায়ী ১৯৭৫ সালে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের ক্ষমতা দখল ও দল গঠন ছিল অবৈধ ও বেআইনি। এ যুক্তিতে বিএনপির নিবন্ধন ও ধানের শীষ প্রতীক বাতিল বা স্থগিত করার দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
ইসি সচিব সিরাজুল ইসলামকে পাঠানো ওই চিঠিতে দলটির চেয়ারম্যান মহিউদ্দিন গাফফার বলেন, ২০১২ সালের ডিসেম্বরে ‘গমের শীষ’ প্রতীক চেয়ে ইসিতে নিবন্ধনের আবেদন করেও বিএনপির অভিযোগের কারণে নিবন্ধন পায়নি তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশন তাদের প্রতি অবিচার ও বঞ্চিত করেছে। তাই তৃণমূল কংগ্রেসকে নিবন্ধন দিয়ে গমের শীষ প্রতীক দেওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছে চিঠিতে।
নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে ২০১২ সালের ডিসেম্বরে দলগুলোকে নিবন্ধন নেওয়ার জন্য সর্বশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। সে সময় এক ডজনের বেশি দল নিবন্ধনের জন্য আবেদন করলে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টসহ (বিএনএফ) কয়েকটি দল শর্ত পূরণ সাপেক্ষে রাজনৈতিক দল হিসেবে ইসিতে নিবন্ধন পায়।
এ ছাড়া বিএনপি, আওয়ামী লীগসহ প্রায় ৩৫টি দল ২০০৮ সালে শর্ত পূরণ করে ইসিতে নিবন্ধিত হয়। সব মিলিয়ে বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি।
তৃণমূল কংগ্রেস সম্পর্কে জানা যায়, ২০১২ সালের ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ তৃণমূল লীগ হিসেবে দলটি প্রতিষ্ঠা পায়। পরে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে দলটির নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ তৃণমূল কংগ্রেস।
তবে এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে ইসির দায়িত্বশীল উপসচিব জানান, তৃণমূল কংগ্রেসের দাবির পরিপ্রেক্ষিতে ইসির কিছু করণীয় নেই। বিএনপি নিবন্ধনের শর্ত ভঙ্গ করলে অথবা শর্ত না মানলেই কেবল নিবন্ধন বাতিল হবে। এ ছাড়া কোনো দলের নিবন্ধন বাতিলের সুযোগ নেই।
নিউজ ডেস্ক : আপডেট ৩:০০ এএম, ০৪ মে ২০১৬, বুধবার
ডিএইচ