নিরাপত্তা ইস্যুতে করতে পারেননি প্যানেল পরিচিতি। অপরিচিত নাম্বার থেকে দেয়া হয়েছে বারবার হুমকি। দেশের নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও সতর্ক করে দেয়া হয়েছিল, যাতে একা চলাফেরা না করেন সালাহউদ্দিন।
সব মিলিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের আগে অনেকটা চাপেই ছিলেন সাবেক ফুটবল কিংবদন্তী কাজী সালাহউদ্দিন।
তবে শেষ পর্যন্ত জয়ী হয়েছেন তিনিই। প্রধান প্রতিদ্বন্দ্বী কামরুল আশরাফ পোটনকে (এমপি) হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাহউদ্দিন। ১৩৪ ভোটের মধ্যে সালাহউদ্দিন পেয়েছেন ৮৩টি। আর পোটন পেয়েছেন ৫০টি। একটি ভোট হয়েছে নষ্ট। সভাপতি পদে ফল ঘোষণার পরই জয়োৎসব শুরু হয় সালাহউদ্দিন প্যানেলে। এক পর্যায়ে কেঁদেই ফেলেন সালাহউদ্দিন।
ফল ঘোষণার পরই হোটেল রেডিসনের ব্লু হোটেলে সালাহউদ্দিনকে ঘিরে চলে অভিনন্দন। একে একে সবাই জড়িয়ে ধরেন তাকে। ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়ও। তবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিনিয়র সভাপতি পদে নির্বাচিত হওয়া আব্দুস সালাম মুর্শেদী সালাহউদ্দিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। কান্না চেপে রাখতে পারেননি সালাহউদ্দিনও। আশপাশের অনেককেই তখন চোখ মুছতে দেখা যায়। বিজয়ের আনন্দের মধ্যে কান্নার এই দৃশ্য পরিবেশটা ভারি করে তোলে।
: আপডেট ৬:৩২ পিএম, ৩০ এপ্রিল ২০১৬, শনিবার
ডিএইচ