চাঁদপুরের হাজীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে বোগদাদ বাসের ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে ২০ যাত্রী আহত হয়। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে হাজীগঞ্জ পূর্ব বাজারে ব্রীজের পাশে এ ঘটনা ঘটে।
তৎক্ষনাৎ আহত ২০ যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি।
তবে তাদের ক’জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্সে ভতি করা হয়েছে, গুরুতর আহতদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে জানা যায়, কুমিল্লা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে আসার বোগদাদ বাস সার্ভিসের গাড়িটি নিয়ন্ত্রণ হাজীগঞ্জ পূর্ব বাজারে ব্রীজের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। সাথে সাথে বৈদ্যুতি খুঁটি থেকে আগুন ছড়িয়ে পড়ে এবং বাসটিতে আগুন ধরে যায়।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহত যাত্রীদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এসময় বাসের ভেতরে থাকা যাত্রীদের অনেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয় এবং অগ্নিকা-ে অনেকের শরীর ঝলসে যায়।
এর রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মৃতুর সংবাদ পাওয়া যায়নি।
]জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur