পরিবারের সদস্যরা জানায়, ওই গ্রামের জিল্লুর রহমানের স্তী নিহত রুমা বেগম। সে পরিবারের সকলের অজান্তে বিষ পান করলে স্বজনরা তা টের পেয়ে তাকে তাৎক্ষনিক চিকিৎসার জন্যে চাদঁপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি চাদপুর মডেল থানা পুলিশকে অবহিত করলে, উপপরিদর্শক (এসআই) প্রদিপ কুমার মজুমদার লাশ থানায় নিয়ে যায়। তবে সে কি কারনে বিষপানে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
এ ব্যাপারে পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রদিপ কুমার জানায়, যেহেতু ঘটনাটি ফরিদগঞ্জের, সেহেতু এটি এখনি বলা যাচ্ছে না। তদন্তের পর বিষয়টি জানা যাবে।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] কবির হোসেন মিজি [/author] : আপডেট ৩:২৭ পিএম, ২০ এপ্রিল ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur